দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের ডাক্তারি পরুয়াকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তপ্ত কুমারগঞ্জ। সোমবার কুমারগঞ্জ ব্লক অফিস সংলগ্ন বিজেপি পার্টি অফিস থেকে এক প্রতিবাদ মিছিল বের করে মহিলা মোর্চা। মিছিলটি কুমারগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘দোষীদের গ্রেফতারের দাবিতে’ স্লোগান তোলেন কর্মী-সমর্থকরা।
নেতৃত্বে ছিলেন পর্ণিমা মহন্ত, দেবশ্রী সরকার, আঞ্জুয়ারা বিবি, অষ্টমী সরকার প্রমুখ। নেত্রীরা বলেন, “নারী নিরাপত্তা আজ তলানিতে। প্রশাসন যদি দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
মিছিলে অংশ নেওয়া প্রতিনিধি দল থানায় গিয়ে পুলিশের কাছে লিখিত স্মারকলিপি জমা দেয়। সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে মহিলা মোর্চা জেলাজুড়ে আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা নিচ্ছে।