Categories
বিবিধ

ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা— হরিশ্চন্দ্রপুরে পুলিশের দ্রুত পদক্ষেপে উদ্ধার শিশু, ধৃত দুই অভিযুক্ত।

মালদা, নিজস্ব সংবাদদাতা: মালদহের হরিশ্চন্দ্রপুর অপহরণ কান্ডে ফের সাফল্য পুলিশের। এবার পুলিশের জালে দ্বিতীয় অভিযুক্ত। নেশার কারণে মোটা অংকের ঋণ। তার জন্যই মোটা টাকা মুক্তিপণের ছক কষে অপহরণের চেষ্টা করা হয়ে ছিল। জেরায় স্বীকার অভিযুক্তদের। সোমবার দ্বিতীয় অভিযুক্ত সিতেন দাস কে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। প্রসঙ্গত গত বুধবার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল এলাকা থেকে তিন বছরের এক শিশু কন্যাকে প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে দুই দুষ্কৃতী ফিল্মি কায়দায় মোটরবাইকে করে অপহরণ করে। ঘটনার ৩০ মিনিটের মধ্যে হরিশ্চন্দ্রপুর থানা এবং চাঁচল মহকুমার পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে এক অভিযুক্ত কে গ্রেফতার করে। উদ্ধার করে ওই শিশু কন্যা কে। প্রথম অভিযুক্তের নাম ছোটন নাগ। বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল সে। তারপর এই দ্বিতীয় অভিযুক্ত সিতেন দাসের খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ।বেশ কয়েকবার পুলিশের চোখকে ফাঁকি দিলেও। রবিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মূলত এই দুইজন নেশার কারণে মোটা অংকের দেনায় ডুবে ছিল। তাদের লক্ষ্য ছিল কোন শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ নেওয়া। যদিও সেই পরিকল্পনা ব্যর্থ হয়।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *