মানিকতলা, নিজস্ব সংবাদদাতাঃ- বিজয়া-সম্মিলনী। দুর্গা প্রতিমা বিসর্জনের পর বাঙালী সমাজের পরস্পর প্রীতি নমস্কার আলিঙ্গন ইত্যাদি শুভেচ্ছা জানাবার উৎসব। প্রতি বছরের মতো এবছরেও মানিকতলা বিধানসভা অন্তর্গত ১২নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয়া-সম্মিলনীর প্রধান উদ্যোক্তা পুরমাতা ডাঃ মীনাক্ষী গঙ্গোপাধ্যায়। শনিবার মণিহার কমিউনিটি হলের সন্নিকটে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এলাকার প্রবীন নাগরিকদের সম্মাননা প্রদান, এলাকার সমাজবন্ধুদের সম্মান জানিয়ে কুর্নিশ জানালেন পুরমাতা। পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বিধায়িকা সুপ্তি পান্ডে। ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়া পান্ডে, পুরপিতা বাপি ঘোষ, পুরপিতা মোহন কুমার গুপ্তা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে নৃত্যের তালে তালে মহিলা কর্মী সদস্যরা পুরোমাতার সাথে আনন্দে মেতে ওঠেন।
Categories
নৃত্য-সঙ্গীতের আবহে জমে উঠল মানিকতলার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।
