দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় বহু মানুষ গৃহহীন ও অনেকে মারা গেছেন। এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বামফ্রন্টের শ্রমিক সংগঠন সিআইটিইউ ত্রাণ সংগ্রহ শুরু করেছে। বন্যা কবলিত দুর্গত মানুষদের আর্থিক সহায়তার লক্ষ্যে এই জোরকদমে ত্রাণ সংগ্রহ চলছে।
মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বালুরঘাট শহরের স্ট্রিট কর্নার মোড় থেকে এই ত্রাণ সংগ্রহ শুরু হয়। সিআইটিইউ-এর নেতা-কর্মীরা এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে সাহায্যের আবেদন জানান। এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি আগামী দুই দিন ধরে চলবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ-এর সভাপতি প্রদীপ বসু, সিপিআইএমের জেলা কমিটির সদস্য অপূর্ব সেন সহ অন্যান্য নেতৃত্বরা। সংগৃহীত অর্থ দ্রুতই দুর্গতদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে
Categories
বালুরঘাটে সিআইটিইউ-র উদ্যোগে বন্যা ত্রাণ সংগ্রহ অভিযান, সাধারণ মানুষকেও আহ্বান সহায়তার।
