মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং মৃত কংগ্রেস কর্মী তথা আইনজীবীর পরিবারের লোকেদের সমবেদনা জানাতে মালদা শহরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার সকালে কোতোয়ালি ভবনে প্রয়াত ও সংসদ চৌধুরীর মাজারে ফুল দিয়ে এদিনের কর্মসূচি শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখান থেকে পৌঁছান কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে। সেখানে সাংবাদিক বৈঠক করেন তিনি।
মালদা সহ উত্তরবঙ্গে বন্যা ভাঙন এই বিপর্যয়, জাতীয় বিপর্যয় দাবি তুলল কংগ্রেস। সাংবাদিক বৈঠকে শুভঙ্কর সরকার ছাড়াও উপস্থিত ছিলেন, মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
এস আই আর, বি এল ও সহ বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করেন শুভঙ্কর সরকার।
Categories
বিজেপি-তৃণমূল দুই দলকেই একহাতে আক্রমণ করলেন শুভঙ্কর সরকার, মালদায় কংগ্রেসে নতুন উদ্দীপনা।
