Categories
বিবিধ

“ভারত অতিথি আপ্যায়ন জানে, কিন্তু অনুপ্রবেশ নয়”— সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা শ্রীরূপা মিত্র চৌধুরীর।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ— তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপির বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী।

তিনি পোস্টে লেখেন, “মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন মোথাবাড়ি তথা গোটা পশ্চিমবঙ্গকে লণ্ডভণ্ড করে দেওয়ার কথা! আপনার এই আগ্রাসী মনোভাব আজ দেখল গোটা রাজ্যবাসী।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন শ্রীরূপা দেবী। তিনি লেখেন, “মুখ্যমন্ত্রী বলছেন S.I.R.-এ ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে দেখে নেবেন, কিন্তু কাদের নাম বাদ যাবে? যারা অনুপ্রবেশকারী, তাদের নামই তো বাদ যাবে।”

বিজেপি বিধায়িকা আরও বলেন, “ভারতবর্ষ অতিথি আপ্যায়ন করতে জানে, কিন্তু তার মানে এই নয় যে কেউ অনুপ্রবেশ করে সন্ত্রাস চালাবে, আমরা সেটা মেনে নেব না। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে, মুসলিম ভোটব্যাঙ্ক রক্ষায় তাঁরা কতটা মরিয়া।”

তিনি শেষ করেন সতর্কবার্তা দিয়ে— “পশ্চিমবঙ্গের এই মাটি বিপ্লবের মাটি। রাজ্যবাসী এই ধরনের আগ্রাসী মনোভাব কখনওই মেনে নেবে না।”

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *