হুগলি, নিজস্ব সংবাদদাতা:— আজ হুগলি জেলা পরিষদের সভাকক্ষে রাজ্য কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে শুরু হলো কৃষকদের উৎপাদিত পিঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য স্বল্প ব্যয়ে আধুনিক সংরক্ষণাগার নির্মাণ প্রকল্প।
দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিটি সংরক্ষণাগারের ধারণক্ষমতা হবে ২৫ মেট্রিক টন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সারা বছর তাঁদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করতে পারবেন, ফলে বাজারে যোগানের ভারসাম্য বজায় থাকবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।
👉 আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হবে।
👉 আবেদনকারীদের মধ্যে লটারি মাধ্যমে নির্বাচিত করা হবে বলে জানিয়েছে দপ্তর।
উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ রাজ্যের কৃষকদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলবে এবং পচনশীল পণ্যের অপচয় রোধ করবে।