Categories
বিবিধ

শিক্ষক-জনপ্রতিনিধির উপস্থিতিতে সফল মানিকোর তরুণ সংঘের রক্তদান শিবির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মানিকোর তরুণ সংঘের পরিচালনায় আজ, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার, অনুষ্ঠিত হলো সংগঠনের ১০ম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল থেকেই এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। মানবসেবার এই মহতী উদ্যোগে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এদিন মোট ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন, যা সমাজসেবার ক্ষেত্রে এক প্রশংসনীয় নজির স্থাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জাফর আলী, প্রাক্তন সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের বর্তমান টিচার ইন চার্জ বিশ্বরঞ্জন সরকার, এবং দেউল গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবিন হেমরম। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য এনে দেয় এবং রক্তদাতাদের মনোবল আরও বৃদ্ধি করে।

আয়োজক উদ্যোক্তা নবকুমার সরকার জানান, “মানবিকতার মূল্যবোধকে ছড়িয়ে দিতে এবং সমাজে রক্তের অভাব পূরণ করতে আমরা প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করি। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

রক্তদান শিবির উপলক্ষে এলাকায় সামাজিক সম্প্রীতির এক অনন্য চিত্র ধরা পড়ে। সংগঠনের তরফ থেকে সকল রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। শেষে সংগঠনের সভাপতি ও সদস্যরা ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত অতিথি, রক্তদাতা ও সহযোগীদের প্রতি।

মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল মানিকোর তরুণ সংঘ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *