আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ-আলিপুরদুয়ারের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলীনগর কলেজ পাড়া এলাকার বাসিন্দা শুভজিত সরকার। মাত্র ২৫ বছর বয়সে তাঁর জীবন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। বছর দুয়েক আগে একটি বাইক দুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মকভাবে চোট লাগে। সেই থেকে শুরু তাঁর অসহনীয় যন্ত্রণার পথ চলা। শুভজিতের বাবা কৃষি কাজ করেন। মা মিনতি সরকার বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে ছেলে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মায়ের কাছে নিজের সন্তানের জীবনটাই এখন একমাত্র ধ্যানজ্ঞান। কিন্তু ছেলের চিকিৎসার ব্যয়ভার দিন-দিন বেড়েই চলেছে। যা তাদের মতো দুঃস্থ পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুভজিতের মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাদের যেটুকু জমিজমা ছিল তা বিক্রি করে ছেলের চিকিৎসা করিয়েছি। এখন সব টাকা শেষ। প্রশাসন যদি সাহায্য করে তবে আমার ছেলেটা প্রাণে বেঁচে যায়।’ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এখনও পর্যন্ত সাড়া দেননি।
Categories
অসহায় মা, মৃত্যুযন্ত্রণায় যুবক—চিকিৎসার টাকা নেই আলিপুরদুয়ারের শুভজিতের পরিবারের।
