মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- এক সেনা জওয়ানকে মেরে, মাটিতে পুঁতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। তবে শুধু হুমকি দেওয়া নয়। সেনা জওয়ানের দিদিকে মারধর ধরে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হল মালদার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের মোহনা এলাকায়। জানা গেছে, মোহনা এলাকায় রাজ্য সড়কের পাশে ১৮ শতক জমি বিক্রি রয়েছে। সেই জমি কেনার জন্য মানিকচকের সেখপুরা এলাকার বাসীন্দা, পেশায় সেনা জওয়ান মহম্মদ শাজাহান আলি জমি মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করে বায়না বাবদ কিছু টাকা দেন। এই কথা জানতে পেরে তেলেবেগুনে জ্বলে ওঠেন মোহনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সালমা সুলতানার স্বামী আনোয়ার আলি। তিনি সেই জমি কেনার জন্য প্রথমে সেনা জওয়ান শাজাহান আলিকে এগ্রিমেন্ট প্রত্যাহার করে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু সেই চাপেও সেনা জওয়ান জমি ছাড়তে রাজি না হওয়ায় তাকে ফোনে মেরে, মাটিতে পুতে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী আনোয়ার আলির বিরুদ্ধে। তবে শুধু হুমকি দেওয়া নয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেনা জওয়ানের দিদিকে মারধর করে তার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ। ওঠে পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে অভিযুক্তরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। গোটা ঘটনা জানিয়ে সেনা জওয়ানের আক্রান্ত দিদি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Categories
জমি নিয়ে দ্বন্দ্বে চাঞ্চল্য! সেনা জওয়ানকে মেরে পুঁতে ফেলার হুমকি, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
