পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ২ জন অটো যাত্রীর। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার রানীচকে। স্থানীয় সূত্রে জানা গেছে, রানীচক উড়ালপুল থেকে দ্রুত গতিতে একটি ডাম্পার রাজ্য সড়কে নামার সময় দুর্গাচক থেকে টাউনশিপ গামী একটি যাত্রীবোঝাই অটোতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এক মহিলা সহ ২ জন অটো যাত্রীর মৃত্যু হয়। মৃতের নাম রঞ্জনা প্রামানিক (৪৫) বাড়ি নন্দীগ্রামের পূর্ব গাংড়া এলাকায়। অপর যাত্রী সুরেশ মন্ডল (৫৯) বাড়ি টাউনশিপের বিষ্ণুরামচকে। অটো চালক সহ তিনজন যাত্রী গুরুতর আহত অবস্থায় হলদিয়া মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হলদিয়া থানার পুলিশ চালক সহ ডাম্পারটি আটক করেছে।
Categories
ডাম্পারের ধাক্কায় ঝরে গেল দুই প্রাণ! রানীচক উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা।।
