পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পিতপুরে রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসার অভিযোগ ,গ্ৰেফতার হোটেলের মালিক সহ ৭ জন,সুত্রের খবর, পাঁশকুড়ার পিতপুরে ফ্যামিলি রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছিল, গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার SP অফিস থেকে পুলিশ প্রশাসনের ১৪ জনের প্রতিনিধি দল পিতপুরের মা তারা ফ্যামিলির রেস্টুরেন্টে হানা দেয়, এদিন বিকাল ৩ টায় দিক থেকে চলে রাত প্রায় ১২টা পর্যন্ত,প্রায় ৯ ঘণ্টা চলে এই রেড, এই ঘটনায় মোট ৮ জন, অর্থাৎ ৪ জন মেয়ে ,৪ জন ছেলেকে গ্রেফতার করে পুলিশ, পাশাপাশি ওই হোটেলের ৩ টি রুম শীল করে দেওয়া হয়েছে,আজ সকালে পাঁশকুড়া থানা থেকে অভিযুক্তদের তমলুক কোর্টে নিয়ে যাওয়া হয়।
Categories
পাঁশকুড়ার পিতপুরে রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের ব্যবসার অভিযোগ ,গ্ৰেফতার হোটেলের মালিক সহ ৭ জন।
