নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ:- কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত সমজিয়া অঞ্চলে রাজনৈতিক মঞ্চে নতুন সংযোজন। এলাকার বামফ্রন্ট কর্মী উজ্জ্বল প্রামানিক বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। দীর্ঘদিন ধরে বামফ্রন্টের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত উজ্জ্বলবাবুর দলবদলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বুধবার বিকেলে সমজিয়ার এক সভায় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন উজ্জ্বল প্রামানিক। উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিজেপি নেতা-নেত্রীরা। তাঁকে স্বাগত জানিয়ে জেলা বিজেপি নেতৃত্ব বলেন, উজ্জ্বলবাবুর যোগদান তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। মানুষের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করতে তারা অঙ্গীকারবদ্ধ।
উজ্জ্বল প্রামানিক বলেন, তিনি দীর্ঘদিন বামফ্রন্টের সঙ্গে কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য কার্যকর ভূমিকা নিতে বিজেপির পথই সঠিক মনে হয়েছে। তিনি দলের লক্ষ্য ও আদর্শে অনুপ্রাণিত।
এলাকায় এই যোগদানকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে বলে মত স্থানীয়দের একাংশের। বিজেপির দাবি, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান আরও বাড়বে।