Categories
বিবিধ

বিরোহীনি গ্রামের সুনীল কিস্কুকে ডাইনি আখ্যা, বাড়ি থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- ডাইনি অপবাদে প্রাণে মারার হুমকি। ঘটনায় মঙ্গলবার বালুরঘাট থানায় ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বৃদ্ধ। বালুরঘাট থানার বিরোহীনি গ্রামের ঘটনা।
জানা গিয়েছে, ওই গ্রামে বাসিন্দা এক যুবতী অসুস্থ রয়েছেন বেশকিছুদিন যাবৎ৷ যুবতীর এই অসুস্থতার জন্য গ্রামেরই এক বৃদ্ধ সুনীল কিস্কুকেই (৭০) দায়ী করেছে একদল গ্রামবাসী। এনিয়ে গত ৮ অক্টোবর গ্রামে একটি সালিসি সভা ডাকা হয়। সেখানে সুনীলকে ডাইনি বলে আখ্যা দেওয়া হয়। দ্রুত গ্রাম না ছাড়লে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতে থাকে। বালুরঘাট থানায় গিয়ে লিখিতভাবে জানান ওই বৃদ্ধ। কিন্ত এনিয়ে পুলিশের ভূমিকা নিস্ক্রিয় ছিল বলে দাবি সুনীল ওই তার পরিবারের। ফের অভিযুক্তরা বৃদ্ধ সুনীলকে হুমকি দেয় এবং বাড়িতে রাখা ২ লক্ষ ৩৫ হাজার টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগ। উপায়হীন ওই বৃদ্ধ দারস্থ হয়েছেন আদিবাসী সেঙ্গেল অভিযানের কাছে। অবশেষে মঙ্গলবার আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বদের নিয়ে বালুরঘাট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৮ জনের বিরুদ্ধে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *