ভোট চুরির প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের।
বালুরঘাটে, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের উদ্যোগে ভোট চুরির বিরুদ্ধে সোচ্চার হয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি আয়োজন করা হয়। এই গধ স্বাক্ষর পাঠানো হবে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের কাছে। জানিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে দরবার করবেন ভোট চুরির বিষয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস। বিষয়কে কেন্দ্র করে এ কোন স্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের একাধিক জেলা স্থানীয় নেতৃত্ব ও সাধারণ কর্মী সমর্থক।
Categories
ভোট চুরির অভিযোগে গণস্বাক্ষর কর্মসূচি: দক্ষিণ দিনাজপুর কংগ্রেসের প্রতিবাদে জনজোয়ার।
