Categories
বিবিধ

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শারদ সংহতি: হবিবপুরে ১০৯ পুজো কমিটিকে সম্মাননা প্রদান।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়।গোটা রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে বিজয়ের সম্মেলনী ও শারদ সম্মান।বুধবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়,হবিবপুরে তৃণমূলের উদ্যোগে। হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর হাইস্কুল প্রাঙ্গণে। এদিন তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের সহ অতিথিদের বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিবপুর ব্লকের মোট ১০৯ টি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান ও বিজয়া সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালী ঘোষ সরকার, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, তৃণমূলের মুখপাত্র আশীষ কুন্ডু , হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার,জেলা মহিলা তৃণমূল সভানেত্রী প্রতিভা সিং, এবং মালদা শহর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি ঘোষ সহ জেলা তৃণমূল কংগ্রেস সহ ব্লকের একাধিক নেতৃত্ব।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *