মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — প্যান্ডেলে ঢুকতেই তৃণমূল কর্মী ও ভক্তদের মোবাইলের ক্যামেরায় বন্দি হলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। টিভির পর্দার পর প্রথমবার ক্রিকেট তারকা দেখতে যুবকদের উপচে পড়ে ভিড়। ভিড় নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। মঞ্চে উঠেও সেলফিতে মাতেন কর্মী ও ভক্তরা। বৃহস্পতিবার মালতীপুরে ওই এলাকার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকসির উদ্যোগে বিজয়া সম্মেলনী ও শারদ সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রিকেট তারকা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন। ইউসুফ পাঠান মঞ্চে বক্তব্য দিয়ে বলেন, রাজ্য সরকারের মানুষের জন্য একাধিক প্রকল্পের মাধ্যমে কাজ করে চলেছেন। বিশেষ করে মহিলাদের সম্মান জানিয়ে লক্ষ্ণীর ভান্ডার,কন্যাশ্রী,রূপশ্রী ও স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে দিদির হাত আরও শক্ত করতে হবে।পাশাপাশি পশ্চিমবঙ্গের সম্প্রীতি ও সংস্কৃতি নিয়ে প্রশংসা করেন তিনি। সবশেষ জয় বাংলা শ্লোগান তুলে কর্মীদের উচ্ছ্বসিত করেন পাঠান।
Categories
তৃণমূল কর্মী ও ভক্তদের মোবাইলের ক্যামেরায় বন্দি হলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট তারকা তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।