মালদহ, নিজস্ব সংবাদদাতা :–দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন বিরোধী দলনেতা এমনই কটাক্ষ করলেন প্রাক্তন পুলিশ কর্তা ও তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের বামনগোলা ব্লকে তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয়া সম্মিলনী ও শারদ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন,বিজেপি উন্নয়নের বদলে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ওদের রাজনীতি কেবল ঘৃণা ছড়ানোর রাজনীতি।প্রসূনবাবু এদিন শুধু সমালোচনাতেই সীমাবদ্ধ থাকেননি, পরিসংখ্যান টেনে এনে কেন্দ্র সরকারের উন্নয়নহীনতার চিত্র তুলে ধরেন। পাশাপাশি দাবি করেন,মালদহে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে হেরে গেলেও মানুষের পাশে থাকে এবং থাকবে। তাঁর কথায়,লোকসভা নির্বাচনের পর মালদহের মানুষ বুঝতে পারছেন, কে সত্যিই তাদের পাশে থেকেছে।বামনগোলার পাকুয়াহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ব্লক সভাপতি দিজবর জয়ধর, আইএনটিটিইউসি সভাপতি বিশ্বজিৎ হালদার, জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণিমা বারুই দাস,অমল কিস্কু,অশোক সরকার,ফাইজুদ্দিন সরকার সহ একাধিক নেতৃবৃন্দ।সম্প্রীতির আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় ১৪০টি ক্লাব ও পুজো কমিটিকে সম্মান জানানো হয়। নেতারা আগামী নির্বাচনে একযোগে তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান এবং বলেন, বাঙালির ঐক্য ও মানবিক মূল্যবোধই আমাদের শক্তি।
Categories
পাকুয়াহাটে তৃণমূলের অনুষ্ঠানে ১৪০টি ক্লাব ও পুজো কমিটিকে সম্মান, ঐক্যের বার্তা নেতাদের।