Categories
বিবিধ

যান চলাচলে শৃঙ্খলা আনতে প্রশাসনের পদক্ষেপ, টোটো ও ই-রিকশার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন শুরু।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- টোটো ও ই-রিকশার উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তর জানিয়েছে, যান চলাচলের সুষ্ঠু নিয়ন্ত্রণের স্বার্থে সমস্ত টোটো ও ই-রিকশা মালিকদের গাড়ি নিবন্ধন করানো বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। যারা এখনও পর্যন্ত তাঁদের টোটো বা ই-রিকশার রেজিস্ট্রেশন করাননি, তাঁদের আগামী ৩০শে নভেম্বর, ২০২৫-এর মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না হলে সংশ্লিষ্ট যানবাহনকে রাস্তা চলাচলের অনুমতি দেওয়া হবে না, বলে জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে।

ভিড় এড়াতে জেলা প্রশাসন সকল মালিককে যত দ্রুত সম্ভব নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্র (BSK) অথবা তাঁদের নিজ নিজ ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য টোটো ও ই-রিকশা মালিকরা স্থানীয় বিডিও, এআরটিও বা আরটিও অফিসের সাথেও যোগাযোগ করতে পারবেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে জেলা জুড়ে প্রচার চালানো হচ্ছে যাতে কোনো যানবাহন মালিক এই সুযোগ থেকে বঞ্চিত না হন।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *