দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের চাঁদপুরে আত্রেয়ী নদীতে ডুবে রবিদাস টুডু (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি স্থানীয় তাজপুরে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে তিনি দুই বন্ধুর সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। দুই বন্ধু ফিরে এলেও, রবিদাস টুডু পুনরায় নদীতে স্নান করতে নামেন এবং সেখানেই জলে ডুবে যান।
তাঁর বন্ধুরা ফিরে আসার পর তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর ওইদিনই দুপুর তিনটে নাগাদ তাঁর দেহ নদী থেকে উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার দুপুর ১টা নাগাদ বালুরঘাট পুলিশ মর্গে মৃত রবিদাস টুডুর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কুমারগঞ্জ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Categories
দক্ষিণ দিনাজপুরে নদীতে ডুবে প্রাণ গেল রবিদাস টুডুর, গ্রামে নেমেছে শোকের ছায়া।