দক্ষিণ, নিজস্ব সংবাদদাতাঃ- আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পতিভাষ সাহিত্য পত্রিকার নবম সংখ্যা প্রকাশিত হলো। এবারের সংখ্যায় প্রবাসীর চোখে পতিরাম বিভাগে লিখেছেন কলকাতা নিবাসী সুজয় মন্ডল, ফিরে দেখা পতিরাম বিভাগে লিখেছেন প্রাক্তন প্রধান রঞ্জিত মালাকার, ইতিহাসের পাতায় পতিরাম বিভাগে লিখেছেন নির্মল চৌধুরি। শিশু কিশোর কিশোরী বিভাগে অঙ্কণে রয়েছেন অণ্বেষা মন্ডল ও লেখাতে রয়েছেন অর্পিতা সাহা। গল্প লিখেছেন মৌমিতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ চট্টোপাধ্যায়, শংকর সাহা, অনিরুদ্ধ মন্ডল। কবিতা লিখেছেন ঈশিতা চক্রবর্তী, অনন্যা মন্ডল, নার্গিস বেগম, প্রীতি শীল, ভূষণ বর্মণ, শ্যাম সাহা, সোহেল ইসলাম, কানাই চৌহান, দেবব্রত দাস, অলক কুমার মুখোপাধ্যায়, অপর্ণা দাস, ছবি বর্মণ, চুমকি সরকার, রাজশ্রী মালাকার, বিশ্বজিৎ প্রামাণিক, নির্মল রঞ্জন চৌধুরি। গল্পের প্রচ্ছদ এঁকেছেন নওসিন আলম। নবম সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন নার্গিস বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতণ কুমার ব্যানার্জি। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাজশ্রী মালাকার। আবৃত্তি পরিবেশন করেন সমৃদ্ধি মন্ডল, সুরশ্রী সরকার, রাতুল মুন্সী, জিতোশ্রী প্রামাণিক। স্বরচিত কবিতা পাঠ করেন ছবি বর্মণ। বক্তব্য রাখেন সোহেল ইসলাম, বিশ্বজিৎ প্রামাণিক, দেবজিৎ চৌধুরি, নার্গিস বেগম, সৌরভ চট্টোপাধ্যায় সহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন সন্দীপ গোস্বামী, রানা সরকার, জলি মুন্সী, স্মৃতি প্রামাণিক, পূবালি সরকার, নিবেদিতা সাহা, শংকর সাহা, অঞ্জলি মন্ডল, সুধা বিশ্বাস, স্মৃতি বিশ্বাস, রাজু মালাকার সহ অনেকেই। এরপর দশম সংখ্যা প্রকাশিত হবে পঁচিশে বৈশাখ তারিখে। পত্রিকার সহ-সম্পাদক কবি সোহেল ইসলাম জানান, ‘আমরা ধারাবাহিক ভাবে বছরে দুটো সংখ্যা প্রকাশ করছি। আমাদের মূল উদ্দেশ্যই হলো পত্রিকায় যেন ভেসে ওঠে পতিরামের ছবি, সেই চেষ্টায় করে চলেছি।’
পতিভাষ-পতিরামের সাহিত্য বিষয়ক পত্রিকা।