রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতাঃ- রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ভাগিরথি ব্রিজের উপর আনুমানিক সকল সাড়ে ছটা নাগাদ একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন,
মৃতদেহ র পরিচয় এখন অব্দি পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৬০- ৬৫ পরনে সাধুদের মতন লাল বস্ত্র ধারণ করে আছেন।
সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হলে থানার পুলিশ দেহটি তুলে নিয়ে জঙ্গিপুর হসপিটালে পোষ্টমাডামের জন্য পাঠিয়েছে। পরিস্থিতি আপাতত স্বাভাবিকই আছে।
Categories
৬৫ বছরের অজ্ঞাত বৃদ্ধের দেহ মিলল ভাগীরথি ব্রিজে, জঙ্গিপুরে পাঠানো হলো ময়নাতদন্তে।