Categories
বিবিধ

আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে বলি বোল্লা রক্ষাকালী মন্দিরে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এ বছর আদালতের নির্দেশ মেনে শর্তসাপেক্ষে বলি অনুষ্ঠিত হবে। রবিবার মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক বৈঠকে আইনজীবী কল্যাণ চক্রবর্তী ও বিনয়ব্রত ভৌমিক জানান, কলকাতা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বলির স্থান ঘেরা হয়েছে এবং সোক ট্যাঙ্ক নির্মাণের কাজ চলছে। পাশাপাশি, আদালতের নির্দেশ মেনে গণবলি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশ অনুযায়ী গর্ভবতী ছাগল বা অন্য কোনো পশু, অসুস্থ বা তিন মাসের কম বয়সী পাঠার বলি করা যাবে না। এছাড়া এক পাঠার পর আরেক পাঠার মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান রাখা হবে, যাতে একটি পাঠা অন্যটির বলি প্রত্যক্ষ না করে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বলির অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন ও সার্টিফিকেট ইতিমধ্যেই সংগ্রহ করা হচ্ছে।

জনস্বার্থ মামলাকারী কুশল সমাদ্দার জানান, আদালতের নির্দেশ ভঙ্গ হলে তাঁরা পুনরায় আদালতের দ্বারস্থ হবেন। উল্লেখ্য, গত বছর মেলা শেষে বলির পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং পতিরাম থানার পক্ষ থেকে মন্দির কমিটির কয়েক সদস্যের বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করা হয়েছিল। এ বছর সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে প্রশাসনের নজরদারির মধ্যেই অনুষ্ঠিত হবে বোল্লা রক্ষাকালীর বলি উৎসব।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *