মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজারে কালীপুজো মানেই বিশাল আকৃতির দেবীমূর্তি। চিরাচরিত সেই ঐতিহ্য বজায় রেখে এবছরও তৈরি হচ্ছে ৪২ ফুট দৈর্ঘ্যের বিশালাকায় কালী প্রতিমা। ইতিমধ্যেই পুজো প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ চলছে, উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।
১৯৪৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালীপুজো এখন উত্তরবঙ্গবাসীর অন্যতম আকর্ষণ। বিশাল দেবীমূর্তিই এই পুজোর মূল আকর্ষণ। এবছর প্রতিমার উচ্চতা রাখা হয়েছে ৪২ ফুট। প্রতিমা গড়ছেন মালদার স্বনামধন্য মৃৎশিল্পী ভেলুচরণ পাল। আগে তাঁর বাবা এই প্রতিমা গড়তেন, বর্তমানে সেই দায়িত্ব সামলাচ্ছেন তিনিই। প্রতিমা নির্মাণে সহযোগিতা করছেন তাঁর ভাইপো অমিত কুমার পালসহ অন্যান্য সহকর্মীরা।
মৃৎশিল্পী ভেলু চরণ পাল রবিবার জানিয়েছেন প্রতিমা তৈরিতে ব্যবহৃত হচ্ছে প্রায় ৩ কাহন খড়, ৫০ কেজি সুতলি, ৫০ কেজি পেরেক এবং ১৫০টি বাঁশ। ইতিমধ্যেই প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে।
পুজো কমিটির সভাপতি প্রশান্ত রায় জানান, “আজ থেকে বহু বছর আগে জমিদারি প্রথার সময় স্থানীয় কয়েকজনের উদ্যোগেই এই পুজোর সূচনা হয়। সেই ধারাবাহিকতা এখনও অটুট রয়েছে।”
এবছরও চন্দননগরের সুদৃশ্য আলোকমালায় সাজানো হচ্ছে গোটা এলাকা। পাশাপাশি থাকছে পনেরো দিনব্যাপী মেলা,সহ নানা আকর্ষণ।এই পুজোর সম্পর্কে আরো কি জানালেন কমিটির সম্পাদক পীযূষ মন্ডল ও যুগ্ম সম্পাদক চন্দন দাস বক্তব্য শুনুন তাদের।
পুজোকে ঘিরে গোটা বুলবুলচন্ডীজুড়ে এখন সাজো সাজো রব। স্থানীয় ব্যবসায়ী, পূজারি ও ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।