দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হরিরামপুর ১৯শে অক্টোবর দীপাবলির আগের রাতে হরিরামপুর থানার অন্তর্গত শ্মশান পল্লী , গোপালপুর ও ধনাইপুর এলাকায় নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করলো হরিরামপুর থানার পুলিশ । বিগত দিনে পুলিশের তরফে থানা এলাকার বিভিন্ন দোকানদার দের জানানো হয় যে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করা যাবে না কিন্তূ কিছু অসাধু দোকানদার গোপনে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছে সেই খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২১ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে । যদিও এদিনের এই পুলিশি অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি তবে হরিরামপুর থানা সূত্রে খবর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারে আগামীতেও এই ধরনের অভিযান চালানো হবে।
Categories
নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার অভিযানে হরিরামপুর থানার দৌলতে দীপাবলির আগেই সজাগ প্রশাসন।