সব খবর, নিজস্ব সংবাদদাতাঃ- কালীপুজোর মরসুমে চমক ফাটা কেষ্টর নবযুবক সংঘের ৬৮ তম বর্ষে পুজোতে।
দীর্ঘ ছয় দশক ধরে প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত মৃৎশিল্পী মাধব পাল এবার নেই। তাঁর জায়গায় এসেছেন মিন্টু পাল। শহরের অন্যতম ঐতিহ্যবাহী এই পুজোয় শিল্পী বদলের পেছনে রয়েছে অজানা কারণ, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও বিতর্ক। শিল্পীর হাত বদল হলেও, পুজোর গরিমা ও ঐতিহ্য ধরে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ।
শিল্পী বদলের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ও দ্বন্দ্বের গুঞ্জন। সাংস্কৃতিক সম্পাদক গৌতম দত্ত অবশ্য বলছেন, পরিবর্তন সময়ের দাবি। ফিকে হয়ে আসা জৌলুস আবার ফিরবে কিনা, তাকিয়ে শহরবাসী।
Categories
“পরিবর্তন সময়ের দাবি” — ফাটা কেষ্টর কালীপুজোয় মাধব পালের অনুপস্থিতিতে মিন্টু পালের হাত ধরে নতুন অধ্যায়।