Categories
বিবিধ

চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কদমডিহা রেলগেট কালী মন্দিরের পুজো এই বছর দশম তম বর্ষ,বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কদমডিহা রেলগেট কালী মন্দিরের পুজো এই বছর দশম তম বর্ষে পদার্পণ করল, সোমবার সকালে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে যার শুভ সূচনা করা হয়। পুজোর পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুজো কমিটির তরফ থেকে পাশাপাশি থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে অন্ন সেবার আয়োজন করা হয় পুজো কমিটির তরফ থেকে। সবমিলিয়ে পুজোর কটা দিন কদমডিহা রেলগেট কালী মন্দির থাকছে জমজমাট।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *