মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে কালিতলা এলাকায় মহা ধুমধামে পুঁজিতে হলো শ্রী শ্রী পঞ্চমুন্ডি বামা কালী। এই পুজোকে ঘিরে বিভিন্ন অলৌকিক কাহিনী যরিয়ে রয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান এই কালী বহু বছর আগে জমিদার আমলে জঙ্গলের মধ্যে কে বা কারা পুজো করে যেত জমিদার এই কালিতলা এলাকাকে পরিষ্কার করানোর সময় গাছের ভেতরে এই মায়ের পুজো চলত।কারা পুজো করতো তা কেউ জানেনা। জমিদার কালীতলা এলাকায় এই কালী পুজো শুরু করেন।যুগের পরিবর্তনের সাথে সাথে মন্দির তৈরি করা হয়েছে। এই মায়ের উচ্চতা নিয়ম মেনে সুহাহাত প্রতিবছরই রাখা হয়।কালী পূজার রাতে চক্ষুদান করে এ পুজোর শুভ সূচনা হয়। সূর্য উদয়ের আগেই এই মায়ের বিসর্জন করা হয়।ঋষিপুর অঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকার বাসিন্দারা এই মায়ের মন্দিরে ভীজমান স্থানীয় বাসিন্দারা জানান মায়ের আশীর্বাদে ভক্তদের মনোকামনা পূরণ করে।যুগের পরিবর্তনের সাথে সাথে মায়ের মন্দির তৈরি করা হয়েছে।
Categories
জঙ্গলের ভেতর থেকে জমিদার প্রাঙ্গণে—ঋষিপুর কালীতলার কালীপুজো আজও ভক্তিমুখর ঐতিহ্য।