ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী বিগ বাজেটের শ্যামাপূজো কমিটির অন্যতম ধুপগুড়ি এসটিএসসি ক্লাব। জলপাইগুড়ি জেলার অন্যতম একটি ক্লাব প্রত্যেক বছর নিজস্ব ঐতিহ্য টিকিয়ে রাখতে সর্বস্ব দিয়ে মানুষের মন জয় করে থাকে।। এবছর তারা ৫৫ তম বর্ষে পদার্পণ করে মায়াপুরের ইসকনের চন্দ্রদ্বয় মন্দিরের আদলে পূজা মন্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। কলকাতা টলিউডের অন্যতম অভিনেত্রী ঋত্বিকা সেন ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকের উপস্থিতিতে কালীপুজোর দুদিন আগে পূজা মন্ডপের শুভ উদ্বোধন করে আপামর জনসাধারণের জন্য তাদের এ বছরের পূজা মন্ডপ খুলে দেওয়া হলো। এদিন সন্ধ্যাবেলা পুজো মণ্ডপ খুলে দিতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল ধুপগুড়ির এস টি এস সি ক্লাবে। এদিন বিখ্যাত সংগীত শিল্পী প্রয়াত জুবিন গর্গের স্মৃতিচারণের মাধ্যমে গোটা পূজা মন্ডপ সহ রাস্তার সমস্ত আলো নিভিয়ে, জুবিন গর্গের সেই বিখ্যাত গান স্থানীয় শিল্পীদের দ্বারা গাইয়ে শুভ সূচনা করা হয় ক্লাবের পূজার। ক্লাবের মূলমঞ্চে টলিউড অভিনেত্রী ছাড়াও তা নিয়েও শিল্পীদের নিয়ে একাধিক সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু পূজা মন্ডপি নয় পাশাপাশি মায়ের মূর্তিতেও নজর কাড়ার রূপ দেওয়া হয়েছে। ক্লাব কর্তাদের দাবি, বিগত বছর গুলির ন্যায় এবছরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে ক্লাবে। তবে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ক্লাবের তরফে ।
Categories
দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, নজরকাড়া মণ্ডপ ও মূর্তিতে মুগ্ধ ধুপগুড়িবাসী।