নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- নৈহাটী রেলমাঠে কালীপুজোর প্যান্ডেলের সামনে খাবার ষ্টল আগুনে ভষ্মীভূত। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে শট সার্কিট থেকে আগুন লেগেছে। দুটি রান্নার সিলিন্ডার আগুনে বাষ্ট করেছে।
Categories
শর্ট সার্কিট থেকে আগুন! নৈহাটী রেলমাঠে পুজোমণ্ডপের পাশে দাউদাউ করে জ্বলল ষ্টল।