পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইসকন মন্দিরে অন্যকুট উৎসবে রাজ্যের বিরোধী দলনেতার তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এসে বলেন হিন্দুদের এক হওয়ার সময় এসেছে। সকাল হলে মন খারাপ হয়ে যায়। গতকাল রাতে দেখেছেন তো কাকদ্বীপের সূর্য নগরে ঘটনা কালী ঠাকুরের মুন্ডু নেই। কেউ বা কারা করেছে কে করেছে সেটা দায়িত্ব আমার নয়। কিন্তু এটা খুব খারাপ লাগে আমাদের হিন্দুস্তানে ঠাকুর দেবতা কারো ব্যক্তিগত নয়। আমরা যারা সোনাতনের নিজের ধর্মের প্রতি আস্থা রাখি অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি। এটাতে কেউ যদি ভাবে দুর্বল হওয়া তাদের জন্য বলি মোঘল পাঠারা সরাসরি হিন্দু ধর্মকে শেষ করতে পারেনি, যারা এখন চেষ্টা করছে তারাও পারবেন না। এখান থেকে বেরিয়ে তিনি হাওড়ার পাঁচলা উদ্দেশ্যে রওনা দেন উলুবেড়ার ডাক্তার পরিবারের সাথেও দেখা করবেন তিনি।
Categories
ইসকন মন্দিরে শুভেন্দুর কড়া মন্তব্য — “ঠাকুর দেবতা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে”।