Categories
বিবিধ

বুলবুলচন্ডী বাজারে বিশালাকার কালী প্রতিমা ও ১৫ দিনের মেলা ঘিরে উৎসবের রঙে রঙিন মালদা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ –উত্তরবঙ্গের বৃহত্তম কালী বলতে কালী মায়ের কথা উঠে আসে।মালদার বুলবুলচন্ডী বাজারের কালীপুজোর মূল আকর্ষণ বিশালাকায় দেবী প্রতিমা। চিরাচরিত সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও এখানে তৈরি হচ্ছে ৪২ ফুট দৈর্ঘ্যের বিশালকার কালী, প্রতিমা। পুজোকে ঘিরে সাজো সাজো রব পড়েছে গোটা বুলবুলচন্ডী এলাকায়।১৯৪৯সাল থেকে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালীপুজো উত্তরবঙ্গবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। কারণ আর অন্য কিছু নয়, কালী প্রতিমার বিশালাকার উচ্চতা। এবছর এখানকার দেবী প্রতিমার উচ্চতা ৪২ ফুট।চন্দননগরের সুদৃশ্য আলোকমালায় সেজে উঠছে গোটা এলাকা। প্রতি বছরের মতো এবারও ১৫ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে ।পুজোকে ঘিরে নানান অনুষ্ঠান চলবে ১৫ দিন।এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের ভিড় চলছে জমজমাট।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *