দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হোটেলে মধুচক্রের অভিযোগ বালুরঘাটে উত্তেজনা। বালুরঘাটের একে গোপালন কলোনি লাগোয়া বেসরকারি এক লজের মধুচক্রে হানা দিয়ে চালানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করলো পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে বালুরঘাটের একে গোপালন কলোনির লাগোয়া বেসরকারি ঐ লজে বহুদিন ধরেই মধুচক্রের সহ অবৈধ করবার চলছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার ও একই ঘটনা ঘটলে এলাকার মানুষ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। উত্তেজিত স্থানীয়রা হোটেলে ভাঙচুর চালান।