Categories
বিবিধ

ছাত্র-যুব উৎসবে কবির কাব্য ও সাংস্কৃতিক প্রতিভার প্রদর্শনী বালুরঘাটে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আজ ২৬শে অক্টোবর রবিবার বালুরঘাটের অভিযাত্রী স্কুলে এস এফ আই এবং ডি ওয়াই এফ আই – এর বালুরঘাট এক নম্বর লোকাল কমিটির পরিচালনায় ছাত্র যুব উৎসবকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি কুইজ, আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতিটি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা পরবর্তীকালে জেলা পর্যায়ের প্রতিযোগিতাতে সরাসরি অংশগ্রহণ করবে। আজকের প্রতিযোগিতার সমস্ত বিভাগ মিলে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *