Categories
বিবিধ

সূর্য আরাধনায় মুখর রূপনারায়ণ নদীর তীর, চারদিন ধরে চলবে ছট পুজো উৎসব।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছট পুজো উপলক্ষে আনন্দে মেতেছে হিন্দি বাসীরা, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা হিন্দি বাসীরা ছট পুজো উপলক্ষে পুজো অর্চনা করছে হিন্দি বাসীরা। জানা গিয়েছে চার দিন ধরে চলবে এই পুজো অর্চনা। ছট পুজো উপলক্ষে মঙ্গলবার সকালে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ন নদীর তীরে। সূর্য উদয় হওয়ার সময় পুজো অর্চনা এবং সূর্য অস্ত যাওয়ার সময় পুজো অর্চনা করার রীতি রয়েছে হিন্দি বাসীদের। তবে এই চার দিন ধরে হিন্দিবাসীদের ছট পুজোকে সামনে রেখে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বদাই নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন, পাশাপাশি নজরদারিতে ব্যস্ত এলাকার সমাজ সেবীরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *