নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- বাল্যবিবাহ রোধ করতে একাধিক উদ্যোগ ও পরিকল্পনার পরেও অপরিণত বয়সে গর্ভধারণ বেড়েই চলেছে। গর্ভধারণ নিয়ে সম্প্রতি উঠে আসা সমীক্ষায় উদ্বেগ দেখা দিয়েছে জেলার সরকারি মহলে। অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ রুখতে এবার তৎপর দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসন। এনিয়ে স্বাস্থ্যকর্মী, এনজিও সহ অনান্য প্রতিটি বিভাগকে আরও বেশি সজাগ হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুর হচ্ছে ট্যাবলো ও মাইক ফুঁকে প্রচার। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এব্যাপারে এগিয়ে আনার প্রয়াস চলছে।
জানা গিয়েছে, এজেলার আটটি ব্লকের মধ্যে গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ এবং হরিরামপুরে ব্লকে পরেনো ও তার আশপাশ বয়সের গর্ভধারণ করা মেয়েদের সংখ্যা ২০ শতাংস। কুশমন্ডি ও বংশীহারী ব্লকে এই সংখ্যা ১৬ শতাংশ। তবে বালুরঘাট এবং হিলিতে এই সংখ্যা কিছুটা কম। ২০ শতাংশে পৌঁছানো চারটি ব্লকে অপ্রাপ্ত বয়সীদের এই গর্ভধারণ নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। সম্প্রতি ওঠে আসা তথ্যর পরেই সক্রিয়তার সঙ্গে ময়দানে নেমেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এনিয়ে আরো বেশি বেশি করে প্রচার শুরু হয়েছে জেলা জুড়ে।
ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সূত্রে খবর, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মোট এজেলায় ১৪১ টি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। কিন্ত তার বাইরে বহু বাল্যবিবাহ হয়েছে বলে বেসরকারি মতে খবর। স্বভাবিকভাবেই জেলায় অপরিণত বয়সী মাতৃত্বের হারও আশঙ্কাজনকভাবে বেশি হয়েছে। রাজ্যের অনান্য জেলাগুলির নিরিখে দক্ষিণ দিনাজপুর উপরের সারিতে।
				Categories
				
			
			অল্পবয়সে মাতৃত্বের ছায়া, সতর্ক হচ্ছে দক্ষিণ দিনাজপুর প্রশাসন।
 
		 
								 
						 
						