Categories
বিবিধ

স্বচ্ছ নির্বাচন চাই, আতঙ্ক নয় — জেলা শাসককে স্মারকলিপি বামফ্রন্টের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – এসআইআর এর নামে ভয়, ভীতি ও আতঙ্ক ছড়ানো হচ্ছে। এমনই অভিযোগ তুলে স্বচ্ছতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকার দাবিতে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার বামফ্রন্টের শরিকি দল সিপিআইএম, আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লকের যৌথ উদ্যোগে জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তার উপর মঞ্চ বেঁধে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছিল। তার আগে নারায়নপুর এলাকার শ্রমিক কৃষক ভবনে শতাধিক নেতাকর্মীরা জমায়েত হয়েছিলেন। পরে শহরজুড়ে দলীয় পতাকা হাতে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তারা। তারপরে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের দপ্তরে তাদের নির্দিষ্ট দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। যেখানে তারা মৃত ভোটারের নাম ও একাধিক স্থানে একই ব্যক্তির নাম থাকলে তা বাদ দিতে হবে, কোনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া চলবে না এবং ইসিআই, সিইও ও ডিইও এর মতো সাংবিধানিক সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা চলবে না বলে সাফ জানিয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা, আরএসপির জেলা নেত্রী সুচেতা বিশ্বাস সহ একাধিক নেতৃত্ব।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *