Categories
বিবিধ

জেলা প্রশাসনে বদল, বালা সুব্রামানিয়ান টি এখন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিলেন বালা সুব্রামানিয়ান টি। তিনি বিজিন কৃষ্ণর স্থলাভিষিক্ত হলেন। বিজিন কৃষ্ণ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক হিসেবে যোগ দেন। অপরদিকে বালা সুব্রামানিয়ান টি কালিংপং জেলা থেকে দক্ষিণ দিনাজপুরে এলেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলাশাসককে সংবর্ধনা দেওয়া হয়। অপরদিকে নতুন জেলা শাসক কে অভ্যর্থনা জানানো হয়।

Share This
Categories
বিবিধ

গড়বেতার হুমগড় সংযোগ বিপর্যস্ত, নদীর জলে ভেসে গেল অস্থায়ী সংযোগ পথ।

গড়বেতার জোগাড়ডাঙ্গা,পাথরবেড়িয়া থেকে হুমগড় যাওয়ার শিলাবতী নদীর উপরে তৈরি হওয়া অস্থায়ী রাস্তা ভেঙ্গে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার জোগাড়ডাঙ্গা,পাথরবেড়িয়া থেকে হুমগড় যাওয়ার শিলাবতী নদীর উপরে তৈরি হওয়া অস্থায়ী রাস্তা জলের তরে ভেঙ্গে যাওয়ায় সমস্যায় একাধিক গ্রামের মানুষ, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ এমনই ছবি ধরা পরল, জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে নৌকোতে যাতায়াত করতে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার ছাত্রছাত্রীদের, তাই বাইপাস রাস্তা তৈরি করা হয়েছিলো স্থানীয় প্রশাসনের উদ্যোগে, কিন্তু গত ২ দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে জলের তরে ভেঙে গেল সেই বাইপাস রাস্তা, যার ফলে ফের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের।

Share This
Categories
বিবিধ

স্নানের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত — দিল্লী থেকে ছুটে এলেন পরিযায়ী শ্রমিক বাবা রনি শেখ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – দিদার বাড়ি ঘুরতে এসে পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল এক ৬ বছরের শিশুর ।

ঘটনা মোথাবাড়ি থানার অন্তর্গত বটতলা গ্রামের । পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে ওই শিশু তার দিদার বাড়িতে ওই এলাকায় একটি পুকুরে স্নান করতে যায় । এবং নাকি মুহূর্তেই মধ্যেই পুকুরের জলে তলিয়ে যায় ।

পরিবারের সদস্যরা জানিয়েছে যে প্রায় মিনিট ১৫ বাদে দিদার বাড়ির লোকেরা ও স্থানীয় বাসিন্দারা জলে খুঁজে পায় বাচ্চাটিকে ।

জানা গেছে ইসরাত সুলতানা নামে ওই ৬ বছরের শিশু মেয়েটি স্থানীয় এক বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। নতুন ধুলাউড়ি থেকে পাশের গ্রাম গঙ্গাপ্রসাদ বটতলা তে দিদার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের জলে তলিয়ে যায় ।।

তার বাবা রনি শেখ এক জন পরিযায়ী শ্রমিক । বাচ্চার এই জলে ডুবে যাওয়া খবর শুনে দিল্লী থেকে ছুটে আসে সে ।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ।।

Share This
Categories
বিবিধ

কাদার ভেতর থেকে বেরোল ধাতব পিস্তল — গাজোলে ছড়াল চাঞ্চল্য ও আতঙ্ক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —মালদার গাজোলে চাঞ্চল্যকর ঘটনা। ড্রেন পরিষ্কার করার সময় এক সাফাই কর্মীর কোদালে উঠে এল ধাতব পিস্তল! বুধবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল গাজোলের বিদ্রোহী মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার কাজ চলছিল। সেই কাজ করার সময় হঠাৎ করেই এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় ভারী একটি বস্তু উঠে আসে। বস্তুটি উপরে তুলতেই দেখা যায় তা ধাতব পিস্তল। তবে আসল পিস্তল নাকি এয়ারগান তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন গাজোল থানায়। খবর পেয়েই গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাতব পিস্তলটিকে উদ্ধার করে নিয়ে যায়। এবং পিস্তলটি আসল আগ্নেয়াস্ত্র, নাকি এয়ারগান তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

Share This
Categories
বিবিধ

বালুরঘাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী দ্বন্দ্ব, জেলা সভাপতির সফর ঘিরে চাঞ্চল্য।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- উৎতপ্ত বালুরঘাট কলেজ, ফ্লেক্স লাগানোকে কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে উৎতপ্ত বাক্যবিনিময়। বুধবার বালুরঘাট কলেজে যান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত সভাপতি সৃঞ্জয় স্যান্যাল। সেখানে তিনি পৌছানোর পরেই বালুরঘাট শহরের তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্ত একাধিক ছাত্র নেতা এদিন নিজেদের ক্ষোভ উগড়ে দেন। সেই সঙ্গে খুলে দেওয়া হয় সৃঞ্জয় স্যান্যাল-এর নাম লেখা ফ্লেক্সও। ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে যান তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত জেলা সভাপতি। বালুরঘাট শহরের তৃণমূল ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরোজ সাহা এবং সৌরভ সরকার-এর বক্তব্য তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আসার কথা তাদের অনেককেই জানানো হয়নি। এদিন জেলা সভাপতি সৃঞ্জয় স্যান্যাল বালুরঘাট কলেজ চত্বরে কথা বলেন তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতির সঙ্গে। যার পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদের বালুরঘাট কলেজ ইউনিটের সভাপতি পরিতোষ শীল-এর বক্তব্য তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি যে আজকে বালুরঘাট কলেজে আসবেন তা অনেকেই জানতেন না, তবে সৃঞ্জয় স্যান্যাল-এর নাম লেখা ফ্লেক্স লাগানো নিয়ে কোন গন্ডগোল হয়নি। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদ-এর সভাপতি সৃঞ্জয় স্যান্যাল-এর বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর চালু করা বাংলার ডিজিটাল যোদ্ধা-র প্রচারে জেলার তিনটি কলেজে যাওয়ার কথা ছিল তার, সেই মত এদিন তিনি বালুরঘাট কলেজে এসেছিলেন। সৃঞ্জয় স্যান্যাল বলেন নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তবে সেটি রাজনৈতিক কোন বিষয় না। তিনি আরও বলেন এখানে বিতর্কিত অনেক কিছু হয়েছে, আমি দলের উর্দ্ধে কোন কিছু করিনি। ফ্লেক্স খোলার বিষয়ে তিনি বলেন যে বা যারা খুলছে, আমার মনে হয় তারা বিরোধী দল করে।

Share This
Categories
বিবিধ

পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তুলতে জোগাড়ডাঙ্গা বিদ্যাসাগর শিশু নিকেতন ও স্থানীয় সমাজ সেবকের উদ্যোগে বই বিতরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ​শিক্ষার আনন্দকে ছড়িয়ে দিতে এবং আগামী প্রজন্মকে জ্ঞানের পথে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার জোগারডাঙ্গা বিদ্যাসাগর শিশু নিকেতন। এটি ছিল এক সামাজিক দায়বদ্ধতার প্রকাশ, যা গড়বেতা ব্লক-এর গোয়ালতোড় সংলগ্ন জনপদগুলিতে বই ও পঠন সামগ্রী বিতরণের মাধ্যমে নতুন প্রাণের সঞ্চার করেছে।
​এই মহৎ কর্মকাণ্ডের প্রধান উদ্যোক্তা ও কাণ্ডারী ছিলেন পরিবেশ ও পশু পাখি প্রেমী এবং ‘হুমগড় ইয়ুথ কমিউনিটি স্বেচ্ছাসেবক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সৌরভ দাস এবং তুহিন লোহার । জানা গিয়েছে তাঁদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায়, ৯ নম্বর পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের হুমগড় এবং ৮ নম্বর সারোবত আরাবারি মূল্যপাড়া ,ভালক্ষুনিয়া আদিবাসী পাড়া ও আমকোপা আদিবাসী পাড়ায় প্রায় ১৬০টি নতুন বই এবং পড়ার অন্যান্য সামগ্রী শিশুদের হাতে তুলে দেওয়া হয়। এই উদ্যোগ তরুণ মনে পড়াশোনার প্রতি এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
​অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তুলতে উপস্থিত ছিলেন সমাজের বরেণ্য ব্যক্তিত্বরা। বিশিষ্ট সমাজসেবী সমাজ টুডু এবং কালাবতী প্রাইমারি স্কুলের শিক্ষক সম্মানীয় স্বপনমূল্য তাঁদের মূল্যবান সময় দিয়ে শিশুদের ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা জোগান। এছাড়াও, ইন্ডিয়ান ওয়ার্কার স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে তুহিন লোহার এই কর্মে সক্রিয় অংশগ্রহণ করেন।
​বই বিতরণ শেষে উদ্যোক্তারা জানান, এই সঙ্কল্প হলো শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটি প্রথম ধাপ। সৌরভ দাস ও তুহিন লোহার ও রতন মুর্মু দৃঢ়তার সঙ্গে জানান, তাঁরা চান এই অঞ্চলের প্রতিটি শিশু যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। তাঁরা ঘোষণা করেন যে, অদূর ভবিষ্যতে আরও বৃহত্তর উদ্যোগে শিক্ষা সামগ্রী ও বই বিতরণ করা হবে, যাতে পঠন-পাঠনের ধারাবাহিকতা বজায় থাকে এবং উৎসাহের এই ধারা অটুট থাকে।
​সামাজিক কল্যাণ ও শিক্ষা বিস্তারে এই ধরনের আন্তরিক প্রচেষ্টা নিঃসন্দেহে অনুকরণীয়। এই উদ্যোগ স্থানীয় জনসমাজকে মুগ্ধ করেছে এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নতুন করে প্রতিষ্ঠিত করেছে।

Share This
Categories
বিবিধ

কাঁসাই হল্ট মেদিনীপুর স্টেশনের মাঝে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্র। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কাঁসাই হল্টের নিচ থেকে উদ্ধার হল সেই ছাত্রের দেহ। খড়গপুর জিআরপি এবং খড়গপুর লোকাল থানার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সোহম পাত্র। বাড়ি বাঁকুড়া থানার ১৫ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে হাওড়া আদ্রা রানী শিরোমণি প্যাসেঞ্জারে মায়ের সাথে বাড়ি ফিরছিল ওই পড়ুয়া। কাঁসাই হল্ট মেদিনীপুর স্টেশনের মাঝে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয় ওই পড়ুয়া। রাতে নদীতে এবং আশেপাশে স্টেশন এবং এলাকায় খোঁজাখুঁজি করলেও ওই ছাত্রের খোঁজ মেলেনি। বুধবার সকালে নদীতে ভাসতে দেখা যায় দেহ। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। খড়গপুর লোকাল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারের তরফে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। মানসিক অবস্যদের জেরে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Share This
Categories
বিবিধ

গড়বেতা-৩ ব্লকে অঙ্গনওয়াড়ি মহিলাদের বিক্ষোভ: মোবাইল স্কিমে অসন্তোষ চরমে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের শর্তসাপেক্ষে দেওয়া হচ্ছে মোবাইল, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিডিও অফিস দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ জানা গিয়েছে অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের দেওয়া হচ্ছে কাজের চাপ, কিন্তু সমস্ত কাজ অনলাইনে হওয়ার কারণে কাজের মধ্যে অসুবিধায় পড়তে হচ্ছে কর্মীদের, অবশেষে সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে মোবাইল দেওয়ার জন্য,কিন্তু শর্তসাপেক্ষে সেই মোবাইলের টাকা দেওয়াতে বহু সমস্যায় পড়তে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকে তারা। যেখানে বলা হয়েছে কাজ ছেড়ে দিলে বা কোন দুর্ঘটনা ঘটলে সেই মোবাইল ফেরত দিতে হবে, পাশাপাশি মোবাইল রিচার্জের জন্য সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে টাকা, সেই টাকার পরিমাণ যাতে বাড়ানো হয় তারও দাবি তুললেন অঙ্গনারী কর্মীরা।

Share This
Categories
বিবিধ

পণ্ডিত রঘুনাথ মুরমু ক্যাম্পাসের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন আদিবাসী সংস্কৃতি প্রতিযোগিতা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিদ্যাসাগর মঞ্চে আদিবাসী সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়, জানা গিয়েছে রাজ্য আদিবাসী উন্নয়ন ও সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে এবং চন্দ্রকোনা রোড পণ্ডিত রঘুনাথ মুরমু ক্যাম্পাস লিমিটেডের পরিচালনায় এই দিন এই দিন সন্ধ্যায় আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই দিনরাত্রি আটটা নাগাদ জানা গিয়েছে ছয়টি নিত্য দল এবং ২৫ জন একক শিল্পী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, যেখানে উপস্থিত ছিলেন ব্লকের সিআই সহ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দোলন হাজরা, মৎস্য ও প্রাণিসম্পদ এর কর্মদক্ষ অশোক কুমার টুডু, কৃষি কর্মাধ্যক্ষ রামচন্দ্র সরেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Share This
Categories
বিবিধ

‘কেন্দ্র টাকা বন্ধ করেছে’— অভিযোগ তৃণমূল সভাপতির; ঠিকাদারদের পাল্টা দাবি, অবিলম্বে দিন পাওনা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – মন্ত্রীর গড়ে, কাজ বন্ধ করলো ঠিকাদার এসোসিয়েশন। পাওনা টাকার দাবিতে মালদার কালিয়াচক ২ নাম্বার পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ ঠিকাদার সংগঠনের।
২০২১ সাল থেকে ১০০ দিনের কাজ সহ ইলেকশন এমার্জেন্সি ফান্ড প্রকল্পে কাজ করে মেলেনি পাওনা টাকা। ফলে চরম অর্থাভাব ঠিকাদারদের। কেউ ব্যাংক থেকে কেউবা সুদে টাকা নিয়ে কাজ করেছেন। এখন টাকা ফেরত চাইছে পাওনাদাররা। ফলে বাড়িতে থাকা যাচ্ছে না। বাধ্য হয়ে, কাজ বন্ধ করলো মালদার কালিয়াচক দুই নাম্বার পঞ্চায়েত সমিতিতে কালিয়াচক ২ ব্লক ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখায় তারা। এই এলাকা থেকে নির্বাচিত, হয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন ব্লকের দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা। কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতি সভাপতি অঞ্জলি মন্ডল জানান টাকা বন্ধ করে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার আর যার ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

Share This