বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রিশ বছরের দীর্ঘ দুর্ভোগের অবসান ঘটল বালুরঘাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের খিদিরপুর হালদারপাড়ায়। সংযোগকারী মাঝারি সেতুর অভাবে বছরের পর বছর চরম ভোগান্তির শিকার ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে স্বস্তির হাওয়া।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষার সময়ে জলজটের কারণে বহুবার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ত। সেতুর অভাবে রোগী পরিবহনে বাধা সৃষ্টি হত, এমনকি একবার সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে এক বাসিন্দার মৃত্যু ঘটেছিল বলেও দাবি স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বাঁশের তৈরি অস্থায়ী মাচা বানিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন।
অবশেষে হঠাত সেই জটিল সমস্যার সমাধানে দূতের ভূমিকায় হাজির হন বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র। সরজমিনে গিয়ে তিনি এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন দ্রুতই স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।
এলাকাবাসীর মূল দুটি দাবি ছিল—একটি স্বল্প উচ্চতার সংযোগকারী মাঝারি সেতু নির্মাণ এবং বিদ্যুৎবিহীন পোলগুলিতে আলো স্থাপন। পৌরপ্রধান অশোকবাবু জানান, আসন্ন “আমাদের পাড়া, আমাদের সমাধান” ক্যাম্পে এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে তোলা হবে এবং শিগগিরই কাজ শুরু হবে।
এদিন পৌরপ্রধানের আকস্মিক উপস্থিতি ও তাৎক্ষণিক প্রতিশ্রুতিতে আনন্দিত হন খিদিরপুর হালদারপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের মতে, অশোক কুমার মিত্রের মানবিক উদ্যোগে অবশেষে আশার আলো দেখল খিদিরপুর। দীর্ঘ ত্রিশ বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে এলাকাজুড়ে এখন একটাই সুর—“এবার সত্যিই মুক্তি মিলল দুর্ভোগের।”