পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবারো অজানা জন্তুর আতঙ্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের তিন নম্বর অঞ্চলের বোস্টমমোড়ের উপরজবা এলাকায়,জানা গিয়েছে শনিবার সকালে জঙ্গলে পাতা ও কাঠ কুড়াতে গিয়েছিল এলাকার বেশ কিছু মহিলা, সেখানেই স্বচক্ষে অজানা জন্তুর দেখতে পায় বলে দাবি করছেন এলাকার মহিলারা,প্রসঙ্গত গতকাল বেশকিছু কৃষির জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ লক্ষ্য করাতে যথেষ্ট বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে,এই দিন সকালে ফের অজানা জন্তুর দেখাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই বনদপ্তরকে জানানো হয়েছে গোটা ঘটনা, পাশাপাশি বনদপ্তরের তরফ থেকে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
Categories
গড়বেতায় রহস্যজনক পায়ের ছাপ ও অজানা জন্তুর খবর, আতঙ্কে গ্রামবাসী।