Categories
বিবিধ

জনগণের সমস্যা শুনতে ও সরকারি প্রকল্প প্রচারে পথে গাজোল তৃণমূল নেতৃত্ব।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —এবার গাজোলে দুয়ারে ব্লক সভাপতি। মালদার গাজোলে শনিবার থেকে শুরু হলো একমাস ব্যাপী গাজোলে “দুয়ারে ব্লক সভাপতি ” কর্মসূচি সূচনা হল।শনিবার বৈরগাছি ২ অঞ্চলে বেশ ঘটা করে ঢাক বাজিয়ে মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের ব্লক সভাপতি এই শুভ সূচনা করলেন । এদিন উপস্থিত ছিলেন গাজোল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজকুমার সরকার, যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্যরা। এবিষয়ে তৃনমূলের ব্লক সভাপতি জানান , আগামী এক মাস জুড়ে ১৫ টি অঞ্চলে এমন উদ্যোগ নেওয়া হবে। ৩০ দিনে মোট ২৭৩ টি বুথে ব্লক সভাপতি যাবেন কর্মীদের সাথে প্রতিটা বুথে রাত্রি যাপন করবেন। মূলত আগামী দিনে বিধানসভা ভোটে প্রতিটি বুথ সংগঠনকে আরোও শক্তিশালী , রাজ্যে সরকারের একাধিক প্রকল্পের প্রচার পৌঁছে দিতে এমন অভিনব উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা কথা জানতে এই উদ্যোগ নেওয়া হয়েছে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *