দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে আজ বালুরঘাট শহরে প্রতিবছরের মতো এবছরও খাটু শ্যাম বাবার জন্মদিবস পালিত হলো, এই উপলক্ষ্যে আজ সকালে বালুরঘাট শহরের খাটু শ্যামবাবার ভক্তদের উপস্থিতিতে খাটু শ্যামবাবার বিগ্রহ ও নিশান সহকারে এক বিরাট ধর্মীয় নগর পরিক্রমা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রা থেকে ভক্তদের সমবেত কন্ঠে “খাটু শ্যামবাবা কি জয়” – উচ্চারিত এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। এদিন সন্ধ্যায় বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবে খাটু শ্যাম বাবার ভজন সন্ধ্যার আয়োজনের পাশাপাশি সকলকে খাটু শ্যাম বাবার প্রসাদও বিতরণ করা হবে, এমনটাই জানালেন খাটু শ্যাম বাবার ভক্ত গৌরীশংকর আগরওয়াল।
Categories
বালুরঘাটে খাটু শ্যাম বাবার জন্মদিবস পালনে ধর্মীয় উল্লাস, ভক্তদের মাঝে প্রগাঢ় বিশ্বাস।