পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুন্ডু তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুমন্ত পালের উদ্যোগে জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে এলাকায় দুঃস্থ ও বৃদ্ধ-বৃদ্ধা এবং প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতার পাশাপাশি বস্ত্র বিতরণ করা হলো শনিবার, এই দিন বিকেল পাঁচটা নাগাদ বস্ত্র বিতরণ শেষে সুমন্ত পাল বলেন, চার দিন ধরে আমরা এই বস্ত্র বিতরণ জারি রেখেছি। প্রয়োজন অনুসারে আমরা সমাজের পাশে আছি আগামী দিনেও বস্ত্র বিতরণ করা হবে।
এই দিন বস্ত্র বিতরণ উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিশ্বজিৎ সরকার, রসকুণ্ডু এলাকার বিশিষ্ট সমাজসেবী পুরঞ্জয় দে, ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ রানা, শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
Categories
রসকুন্ডুতে পূজার আনন্দে সহায়তার ছোঁয়া, উপস্থিত একাধিক জনপ্রতিনিধি।