মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বটগাছ ভেঙে পড়ল পাকুয়াহাট-গাজোল রাজ্য সড়কে। শনিবার প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় হঠাৎই গাছটি উপড়ে রাস্তায় পড়ে যায়। এর ফলে প্রায় কয়েক ঘণ্টা ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ ঘটনা সামনে আসতেই জোর চাঞ্চল্য ছাড়া এলাকা জুড়ে।
ঘটনার খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ও প্রশাসনিক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে করাত মেশিনের সাহায্যে গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যানবাহন চলাচল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শতাব্দী প্রাচীন এই বটগাছটি এলাকার এক ঐতিহ্যের প্রতীক ছিল। বহু প্রজন্ম ধরে মানুষ এই গাছের তলায় বিশ্রাম নিতেন, মেলা ও গ্রামীণ সভাও হতো এখানে।
সৌভাগ্যবশত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ঐতিহাসিক গাছটির পতনে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।