মালদহ-হবিবপুর, নিজস্ব সংবাদদাতাঃ — বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তি। সালিশি সভার উদ্যোগ। খবর পেয়ে দুইজনকে উদ্ধার করল পুলিশ। মালদহের হবিবপুরের কচুপুকুর এলাকার ঘটনা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
জানাগিয়েছে, এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের। এনিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুইজনকে। অভিযোগ, এরপরেও মাঝেমধ্যেই ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত যুবক। আজ সকালে দুইজনকে হাতেনাতে ধরেন এলাকার মানুষজন। বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয়। খবর পৌঁছয় হবিবপুর থানায়। সালিসির আগেই পুলিশ দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Categories
অবৈধ সম্পর্কের অভিযোগে উত্তাল হবিবপুর, বিচার সভার আগে গ্রাম থেকে উদ্ধার যুগল।