পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যজুড়ে শুরু হয়েছে SIR,অন্যদিকে রাজ্য তৃনমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তৃণমূলের তরফ থেকে প্রত্যেকটি অঞ্চলে ভোট রক্ষা শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার থেকে,এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাত নম্বর অঞ্চলের নয়াবসতে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক ঘোষ, উপপ্রধান বিনোদ রম, গ্রাম পঞ্চায়েতের প্রধান জল সিং,অঞ্চল যুব সভাপতি প্রহ্লাদ মাহাত ,সনৎ হাঁসদা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। এই দিন এলাকার মানুষজনের SIR সম্পর্কিত বিভিন্ন নথি পরীক্ষা-নিরীক্ষা করেন তৃণমূল কর্মীরা।
Categories
SIR উপলক্ষে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি, নয়াবসতে প্রতিমন্ত্রীর অংশগ্রহণে উৎসবের আমেজ।