দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১০ দফা দাবিতে UTUC এর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা শাসকের কাছে জমা দেওয়া হলো। UTUC এর সদস্য টোটো চালকরা এই ডেপোটেশন জমা দেন । ডেপুটেশন জমা দিতে এসে টোটো চালকদের পক্ষ থেকে জানানো হয় এর দিন তারা ১০ দফা দাবিতে এই ডেপুটেশন জমা দিচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য যে ফ্রি ধার্য করা হয়েছে তা কমাতে হবে, টোটো চালকদের জন্য যে ইন্সুরেন্স ধার্য করা হয়েছে তা কমাতে হবে পাশাপাশি ইন্সুরেন্স এর ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়ার দাবি সহ দশ দফা দাবিতে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।
Categories
টোটো চালকদের ন্যায্য দাবিতে সরব UTUC, দক্ষিণ দিনাজপুরে প্রশাসনের কাছে ডেপুটেশন।