দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২০০৬ থেকে এ যাবৎ পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প বালুরঘাট বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরে নদী ও প্রকৃতির বিষয়ে নানান রকমের পরিবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে করে আসছে। তারই পুরস্কার স্বরূপ ‘সেভ রিভার ক্যাম্পেন’ সম্মাননা মিলল চতুর্থ আন্তর্জাতিক রিভার কংগ্রেসে। নিউ দিল্লি তে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর এডভান্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এবং সেন্টার ফর রিভার অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে চতুর্থ আন্তর্জাতিক রিভার কংগ্রেসে এই সম্মাননা প্রদান করা হলো দেশের সংকল্পের সম্পাদক পরিবেশ চিন্তক তুহিনশুভ্র মন্ডলের হাতে।
সম্মাননা প্রদান কালে উপস্থিত ছিলেন সায়ের্ডায়ের ফাউন্ডার চেয়ারম্যান ডঃ বিশ্বজিৎ রায় চৌধুরী নদী বিজ্ঞানী ডঃ ইন্দিরা খুরানা, ভারত সরকারের ন্যাশনাল ক্লিন গঙ্গা মিশনের ডিরেক্টর জেনারেল রাজীব রঞ্জন মিশ্র, ব্রহ্মপুত্র রিভার বোর্ডের চেয়ারম্যান ড. রনবীর সিং,ফিনল্যান্ডের রিভার রিসাইকেলের ডিরেক্টর অ্যান্সি মিকোলা,জাপান দূতাবাসের কাউন্সিলর কেনজু মাতসুমি প্রমুখ।
আত্রেয়ী নদীসহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন নদী নিয়ে সচেতনতা কর্মসূচি , প্রথম আত্রেয়ী বাঁচাও আন্দোলনের ডাক দেওয়া, নদী নির্ভর একাধিক নাটক তৈরি, ‘নদীর কাছে এসো/ নদীকে ভালোবাসো’ মাসিক নদীভিত্তিক কর্মসূচি, নদীর পাঠশালার প্রচলন, রিভার সাফারি, নদীকে ঘিরে বিভিন্ন সময়ে আলোচনা, আত্রেয়ী সহ বিভিন্ন নদীকে ঘিরে ধারাবাহিকভাবে পৌরসভা, জেলা প্রশাসন, রাজ্য সরকার, ভারত সরকারের কাছে দরবার। আত্রেয়ী নদীকে ঘিরে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আলোচনায় অংশ নেওয়া, সমুদ্র সৈকত শহর কুয়াকাটায় আত্রেয়ীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা পত্র উপস্থাপন, বাংলাদেশের বিভিন্ন নদী ও পরিবেশ সংগঠনের সঙ্গে যৌথভাবে আত্রেয়ী নদী বাঁচানোর রূপরেখা তৈরি, ভারত বাংলাদেশ যৌথ আন্তর্জাতিক নদীবন্ধুতার প্রস্তাবনা প্রদান ইউনাইটেড নেশনস এনভারনমেন্ট প্রোগ্রাম এর এশিয়া প্যাসিফিক সদর দপ্তর ব্যাংককে রিজিওনাল ডিরেক্টরের কাছে – দক্ষিণ দিনাজপুরের হারিয়ে যাওয়া অথবা বিপন্ন নদীর তালিকাকরণ করা- আত্রেয়ী নদীকে ঘিরে দিশারী সংকল্প ধারাবাহিকভাবে কাজ করার চেষ্টা করে চলেছে। তারই পুরস্কার স্বরূপ সেভ রিভার ক্যাম্পেইন সম্মাননা।
দিশারী সংকল্পের সম্পাদক তুহিনশুভ্র মন্ডল জানান ‘ প্রথমে ইন্দোনেশিয়ায় হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণেই এবার নতুন দিল্লিতে চতুর্থ আন্তর্জাতিক রিভার কংগ্রেস হলো। জেলা স্তর থেকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত নদী বাঁচানো কর্মসূচিকে তুলে ধরার স্বীকৃতি স্বরূপ দিশারী সংকল্পকে এই সম্মাননা প্রদান করা হলো। সম্মান দিশারী সংকল্পের সমস্ত কর্মসূচিতে যুক্ত শিক্ষার্থী, বালুরঘাট তথা জেলাবাসি, সাংবাদিক থেকে শুরু করে নদী সচেতন মানুষদের। আন্তর্জাতিক স্তরে সম্মানিত হ হয়ে দিশারী সংকল্পের দায়িত্ব আরো বেড়ে গেল। ছোট নদী এবং আত্রেয়ী সহ অন্য আন্ত:সীমান্ত নদীর জন্য এভাবেই লড়াই করে যাবে দিশারী সংকল্প’।
Categories
নদী ও প্রকৃতি রক্ষায় দুই দশকের প্রচেষ্টার স্বীকৃতি, সম্মানিত ‘দিশারী সংকল্প’ আন্তর্জাতিক রিভার কংগ্রেসে।।