Categories
বিবিধ

নিজস্ব সুরে মা-বোল্লাকে উৎসর্গ, আলোচনায় বালুরঘাটের বাউল সাধন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা—বোল্লা কালীপুজো। দক্ষিণ দিনাজপুর জেলার এই ঐতিহ্যবাহী পূজো ঘিরে প্রতি বছর ভক্তদের ঢল নামে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, দেশের নানা প্রান্ত থেকেও ভক্তরা এসে ভরিয়ে তোলেন বোল্লার মাটিকে। সেই ভক্তির আবহেই এ বছর এক ভিন্ন সুরে মাততে চলেছে মেলাপ্রাঙ্গণ। বাউল শিল্পী সাধন হালদার নিজের লেখা ও সুর করা একটি বিশেষ গান উৎসর্গ করেছেন মা বোল্লাকে।দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে সীমিত উপার্জনের সংসার—তবু থেমে থাকেননি সাধন। মা-বোল্লার মহিমাকে নতুন করে ছুঁতে চেয়েছেন গানের মাধ্যমে। তাঁর কথায়, “কালী মায়ের অনেক গান আছে, কিন্তু মা বোল্লার নামে গান খুবই কম। সেই শূন্যতাই পূরণ করতে চেয়েছি আমি।”মাসে দু-একবার স্থানীয় বাউল আসরে গান গেয়ে সামান্য উপার্জন—সেই টাকাতেই তিনি নিজে গানটি রেকর্ড করেছেন, ভিডিও তৈরি করেছেন, এবং নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশও করেছেন। প্রকাশের পর থেকেই স্থানীয় মহলে প্রশংসার ঢেউ উঠেছে। অনেকে বলছেন, গানটি যেন মেলাকে ঘিরে উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লোকসংস্কৃতিকে উৎসাহিত করছেন, সাধনের উদ্যোগ যেন সেই প্রচেষ্টারই এক উজ্জ্বল উদাহরণ। লোকগানের সুরে রাজ্যের ঐতিহ্যবাহী স্থানগুলির কাহিনি যেমন ছড়িয়ে পড়ছে, তেমনই জেগে উঠছে গ্রামবাংলার শিল্পজীবন।সাধন হালদারের কণ্ঠে তাই শুধু গান নয়—আছে এক নিবেদিত ভক্তির গল্প, আছে এক শিল্পীর অনমনীয় পথচলা। তাঁর কথায়, “মা বোল্লা কালীর মহিমা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আশা করি, মা নিজেই আমার এই সুরকে আশীর্বাদ করবেন।”

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *