Categories
বিবিধ

বালুরঘাটে পাঠানো হলো নিহত সাইকেল আরোহীর দেহ, গ্রামে নেমেছে শোকের ছায়া।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর l এমন মর্মান্তিক ঘটনার জেরে তীব্র উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা এলাকার ডাঙ্গারহাট এলাকায় l স্থানীয় সূত্রে জানাযায় মৃত ওই ব্যক্তির নাম রশিদুল মন্ডল , বাড়ি কুমারগঞ্জ এর কেশুরাইল এলাকায় l পেশায় তিনি দিনমজুর ছিলেন l আজ সকালে সাইকেলে চেপে ডাঙ্গারহাট যাচ্ছিলেন তিনি l বয়ড়াপাড়া এলাকায় একটি লরি দ্রুতগতিতে এসে পেছন থেকে ধাক্কা মারে ওই ব্যক্তিকে l প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে l পরবর্তীতে ডাঙ্গারহাট এলাকার ঝরাপাড়া সংলগ্ন এলাকায় স্থানীয় লোকজন ঘাতক লরিটিকে আটক করে আগুন ধরিয়ে দেন l ঘটনাস্থলে ছুটে আসে কুমারগঞ্জ থানার পুলিশ ও দমকল l প্রারম্ভিক পর্বে উত্তেজিত জনতা আগুন নেভানোর কাজে দমকলকে বাধা দেন বলে জানা যায় l পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দমকল আগুন নেভানোর কাজ শুরু করে l কুমারগঞ্জ থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় l এমন মর্মান্তিক খবর জানাজানি হতেই মৃতের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *