দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নাওয়া খাওয়া ভুলে এখন একটাই কাজ — কালী প্রতিমা বানানো। হ্যাঁ, শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী পুজো উপলক্ষ্যে ভক্তদের কাছে বিক্রির জন্য পুরোদমে চলছে এই প্রতিমা তৈরির কাজ। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বোল্লায় রক্ষাকালী পুজো। পুজোর দিনে এখানে উপস্থিত হন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি আসাম, বাংলাদেশ, বিহার এমনকি নেপালের মানুষরাও। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওই সময়ে। বহু ভক্তরা বোল্লা কালী পুজোয় মানত করেন কালী প্রতিমার। বোল্লা রক্ষাকালী মাতার সাথে সাথে প্রতিবছর কয়েক হাজার মানত কালী পুজো করা হয়।তাদের জন্য মানত কালী তৈরি কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। এই রকম এক মৃৎশিল্পী জানালেন, পুজোর সময় কয়েক হাজার মানত কালী প্রতিমা মানত দেন ভক্তরা। তাই পুজোর বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয় প্রতিমা প্রস্তুতির কাজ। নাওয়া খাওয়া ভুলে অনেক মৃৎশিল্পী প্রতিমা তৈরির কাজ করছেন। প্রতিমা তৈরিতে মৃৎশিল্পীদের সাথে পরিবারের নতুন প্রজন্মও হাত লাগিয়েছে।
Categories
বোল্লা রক্ষাকালী পুজো: ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে প্রতিমা গড়ায় নেমেছে নতুন প্রজন্মও।